চতুর্থীতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, পুজোর আনন্দ পণ্ড করার প্রস্তুতি নিচ্ছে বৃষ্টি!

কলকাতা: মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল নেমেছে ইতিমধ্যেই। বৃহস্পতিবার সকাল থেকে আকাশ পরিষ্কার। তবে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোলবদল হতে পারে আকাশের। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, চতুর্থীর দিন বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। সকাল থেকেই গুমোট আবহাওয়া । তাপমাত্রার পাশাপাশি অস্বস্তি বাড়িয়েছে আপেক্ষিক আর্দ্রতাও। এ দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ।

তবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে সপ্তমী থেকে। তার আগে ষষ্ঠীর দিন থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মূলত উপকূলীয় জেলা এবং কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী ১ অক্টোবর পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে সপ্তমী থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর রেশ থাকবে অষ্টমী-নবমীতেও।

আরও পড়ুন: পুজোর পর ‘দুয়ারে সরকার’, দিনক্ষণ ঘোষণা করল নবান্ন

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক