কখনও কাঁসর, কখনও ঢাক বাজালেন, কার্নিভালে নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী

কলকাতা: পুজো কার্নিভালকে ঘিরে রেড রোড এ দিন রঙিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এদিনের বর্ণাঢ্য অনুষ্ঠানে শামিল উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং সল্টলেকের মোট ৯৫টি দুর্গাপুজো কমিটি। কখনো কার্নিভালে নাচের তালে পা মেলালেন আবার কখনো কাঁসর অথবা ঢাক বাজাতেও দেখা গেল তাঁকে।

রামমোহন সম্মিলনীর পুজোর আদিবাসী গানের তালে পা মেলাতে মঞ্চ থেকে নেমে এলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে টিভি এবং সিনেমার অভিনেত্রীরাও পা মেলান। আদি বালিগঞ্জ সর্বজনীনের ঢাকিদের থেকে ঢাক চেয়ে নিজেই বাজালেন মুখ্যমন্ত্রী। আবার ভবানীপুর মুক্তদলের ‘বিনোদিনী রাই’ গান শুনে জুন মালিয়া, অদিতি মুন্সী, সায়ন্তিকার সঙ্গে মুখ্যমন্ত্রী নেমে আসেন রাস্তায়।

নিজে খঞ্জনি নিয়ে তাদের সঙ্গে তাল মেলালেও তাঁকে ঘিরে নাচতে থাকেন তৃণমূলের সাংসদ, বিধায়ক ও অভিনেত্রী-নেত্রীরা। বালিগঞ্জ কালচারাল, শিবমন্দির, শ্রীভূমি স্পোর্টিং থেকে শুরু করে তেলেঙ্গাবাগান-সহ একাধিক পুজো কমিটির উদ্যোক্তা ও কলাকুশলীদের সঙ্গে চেয়ার ছেড়ে নেমে এসে আলাপচারিতায় দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

প্রসঙ্গত, অনেক চেয়ার ফাঁকা ছিল। অথচ বাইরে তখন দাঁড়িয়ে ছিলেন অনেকে। তা দেখেই নতুন নির্দেশ দেন মমতা। বাইরে যাঁরা দাঁড়িয়ে আছেন, তাঁদের যথা সম্ভব ভিতরে ঢোকার ব্যবস্থা করার জন্য কর্তব্যরত পুলিশ কর্তাদের বলেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশের পরেই উপস্তিত পুলিশ অধিকরিকদের তৎপরতায় বহু দর্শককে বাইরে থেকে ভিতরে প্রবেশ করানো হয়।

আরও পড়ুন: কার্নিভালে রঙিন রেড রোড! ঢাকের বাদ্যি, ধামসা-মাদল মিলেমিশে একাকার

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?