রাজ্যে গড়ে উঠছে ‘দুর্গাঙ্গন’। এবছর একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই রাজ্য মন্ত্রিসভা প্রকল্পটির ছাড়পত্র দেয়। এবার প্রকল্পের স্থানও নির্ধারণ করেছে নবান্ন।
সূত্রের খবর, প্রাথমিকভাবে নিউ টাউনে ইকো পার্কের কাছাকাছি জমি চিহ্নিত করা হয়েছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা, পরিবেশগত বিষয় ও অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে। সবকিছু অনুকূলে থাকলে ওই এলাকাতেই তৈরি হবে এই স্বপ্নের প্রকল্প। খরচ হবে আড়াইশো কোটিরও বেশি।
নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনকে (হিডকো)। ইতিমধ্যেই নির্মাণ কাজের জন্য এজেন্সি বাছাই প্রক্রিয়াও শুরু হয়েছে।
‘দুর্গাঙ্গন’ তৈরি হলে এটি হবে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র। উৎসব-সংস্কৃতির সঙ্গে পর্যটনের এক নতুন ঠিকানা হিসাবে গড়ে উঠবে এই প্রকল্প।