আজ, শনিবার দুপুর ২টো থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজ। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (KMDA) জানিয়েছে, এই সময় সেতুর লোড টেস্ট বা ভারবহন ক্ষমতার পরীক্ষা হবে। নিউ আলিপুর ও চেতলাকে যুক্ত করা এই সেতু ডিরোজিও সেতু নামেও পরিচিত।
সেতুর দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে শহরের যান চলাচলে বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। উত্তরমুখী গাড়িগুলিকে নিউ আলিপুর ট্র্যাফিক আইল্যান্ড থেকে ঘুরিয়ে দেওয়া হবে এবং দক্ষিণমুখী গাড়িগুলিকে ঘুরতে হবে আলিপুর রোড ও গোবিন্দ আঢ্য রোড ক্রসিং থেকে।
দুর্গাপুর সেতু বেহালার অন্যতম প্রধান বিকল্প রুট হওয়ায় বেহালাবাসীদের বেশি সমস্যায় পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষত, যেহেতু ধনধান্য ও জিরাট সেতুও বন্ধ থাকবে, তাই চাপ আরও বাড়তে পারে মাঝেরহাট সেতু ও টালিগঞ্জ সার্কুলার রোডে। যানজট সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে দুর্গাপুর সেতুর নিচে ভয়াবহ আগুন লাগার ঘটনায় সেতুর কংক্রিট মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই থেকেই ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার লোড টেস্টের মাধ্যমে কেএমডিএ নিশ্চিত হতে চাইছে—সেতুটি আদৌ কতটা নিরাপদ ও কার্যকরভাবে ব্যবহারের উপযোগী।