সোমবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির জেরে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) জলাধার থেকে জল ছাড়ছে। মাইথন ও পাঞ্চেত মিলিয়ে প্রায় ৪০ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। এর মধ্যে পাঞ্চেত থেকে ছাড়া হচ্ছে ৩০ হাজার কিউসেক ও মাইথন থেকে ১০ হাজার কিউসেক। দুর্গাপুর ব্যারেজ থেকেও ৪৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক নদী তীরবর্তী এলাকায় প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ অবস্থান করছে। তার সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এর জেরে দক্ষিণবঙ্গজুড়ে চলছে একটানা বৃষ্টি। বিশেষ করে মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টির প্রভাবে মাইথন ও পাঞ্চেত এলাকায় জমেছে অতিরিক্ত জল। সেই কারণে বাড়তি ৬ হাজার কিউসেক জল ছাড়তে হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে। ফলে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।
ডিভিসির এই জলছাড়ার ফলে প্রতিবছরই ভুগতে হয় হাওড়া ও হুগলির বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দাদের। ফসল নষ্ট হয়, ভেসে যায় ঘরবাড়ি। জলছাড়ার আগাম সতর্কতা দেওয়া হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।