আসানসোল: দামোদর-বরাকর উপত্যকা এবং ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকাগুলিতে লাগাতার বৃষ্টির কারণে মাইথন ও পাঞ্চেত বাঁধে জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টির ফলে এই দুই জলাধারে বিপুল পরিমাণ জল জমেছে, যা রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
মঙ্গলবার সকালে দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিশন (ডিভিআরআরসি) তিন ধাপে মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে প্রায় ২ লক্ষ ২০ হাজার কিউসেক জল ছাড়তে বাধ্য হয়। প্রথমে সকাল ৮টায় মাইথন থেকে ২ লক্ষ এবং পাঞ্চেত থেকে ৫০ হাজার কিউসেক জল ছাড়া হয়, পরে আরও দু’বার জল ছাড়া হয়।
যদিও পশ্চিমবঙ্গ সরকার সোমবার রাতে ডিভিআরআরসিকে অনুরোধ করেছিল যাতে জল ছাড়া কমানো হয়, তবে মঙ্গলবার সকাল থেকে বরাকর-দামোদর উপত্যকায় অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে জলস্তর নিয়ন্ত্রণে রাখতে এই জল ছাড়ার প্রয়োজন হয়। সোমবার রাত থেকে সকাল পর্যন্ত মাইথন ও পাঞ্চেত মিলিয়ে প্রায় ৯০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল, কিন্তু মঙ্গলবার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
ডিভিআরআরসির সদস্য সচিব শশী রাকেশ জানিয়েছেন, মাইথনে জল ধারণক্ষমতা ৪৯৫ ফুট এবং পাঞ্চেতে ৪২৫ ফুট। মঙ্গলবার দুপুরে মাইথনে জলস্তর ৪৯৪.২৪ ফুট এবং পাঞ্চেতে ৪২৫.২৫ ফুটে পৌঁছে যায়। এই পরিস্থিতি সামাল দিতে এবং বিপর্যয় এড়াতে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়।
আশা করা হচ্ছে, আগামী ৫ দিন বৃষ্টি না হলে ধীরে ধীরে জল ছাড়ার পরিমাণ কমিয়ে আনা হবে।