আজ ডিওয়াইএফআইয়ের ব্রিগেড সমাবেশ, বাম কর্মী-সমর্থকদের উন্মাদনা তুঙ্গে

কলকাতা: আজ, রবিবার (৭ জানুয়ারি, ২০২৪) বাম যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশ। শহর, শহরতলি থেকে শুরু করে বিভিন্ন জেলার ভিড় উপচে পড়তে শুরু করেছে ব্রিগেডের ময়দানে। ব্রিগেডে বাম যুব সমাবেশের জন্য প্রস্তুতি সেরে রেখেছে পুলিশ-প্রশাসনও।

‘যৌবনের ডাকে জনগণের ব্রিগেড’। রাজ্যজোড়া ‘ইনসাফ যাত্রা’ শেষে ৭ জানুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে সমাবেশের ডাক দিয়েছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই, তার এমনই নাম দেওয়া হয়েছে।

আসন্ন লোকসভা ভোট মাথায় থাকলেও, ৭ তারিখের ব্রিগেড শুধু নির্বাচনী সমাবেশ নয়, দাবি করেছেন মিনাক্ষী মুখোপাধ্যায়। তিনি ইতিমধ্যে জানিয়েছেন, “যত দিন না সকলের কাজের এবং শিক্ষার অধিকার স্বীকৃত হচ্ছে, তত দিন বিরামহীন লড়াই চলবে।”

এ দিকে, লালবাজার সূত্রে খবর, ১ লক্ষ জন সমাবেশের কথা জানানো হয়েছে পুলিশের কাছে। যদিও বিভিন্ন জেলা ও শহরতলি থেকে আসা সমর্থকদের সংখ্যা দেখে, কীরকম ভিড় হতে পারে, তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে