নির্ধারিত সময়ের তিন দিন আগেই রাজস্থানে বিদায়যাত্রা বর্ষার, আর পশ্চিমবঙ্গে?

বর্ষার নির্ধারিত বিদায়যাত্রার দিন ছিল ১৭ সেপ্টেম্বর। কিন্তু তার তিন দিন আগেই, গতকাল রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে বর্ষা বিদায় নিতে শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী দু’তিন দিনের মধ্যেই পঞ্জাব ও গুজরাটের কয়েকটি অংশ থেকেও বর্ষা সরে যাবে।

আবহাওয়াবিদদের মতে, গত দশ বছরে এরকম দ্রুত বিদায়যাত্রা বিরল ঘটনা। যদি এই ধারা বজায় থাকে তবে পশ্চিমবঙ্গ থেকেও নির্ধারিত সময়ের (১৫ অক্টোবর) আগে, অর্থাৎ ১০–১২ অক্টোবরের মধ্যেই বর্ষা সরে যেতে পারে।

তবে বর্ষা বিদায় মানেই শেষ বর্ষণ নয়। ইতিহাস বলে, বিদায়ের সময় ঘনিয়ে এলেই এক দফা প্রবল বর্ষণের সম্ভাবনা থাকে। সেই ইঙ্গিত মিলেছে ইতিমধ্যেই। গত ১২ ঘণ্টায় পর্যটনকেন্দ্র দিঘায় রেকর্ড ১৯৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বিদায়ের আগে আরও এক দফা ভারী বর্ষণ দেখা দিতে পারে রাজ্যে। ফলে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

কৃষকদের উদ্বেগ বাড়ছে এই আকস্মিক আবহাওয়া পরিবর্তনে। উৎসবের মরসুমে হঠাৎ প্রবল বৃষ্টি শহরাঞ্চলেও সমস্যার কারণ হতে পারে। সব মিলিয়ে বর্ষার আগাম বিদায় একদিকে স্বস্তি, অন্যদিকে নতুন চিন্তাও বাড়াচ্ছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক