352
সোমবার বিকেলে ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গের একাধিক জেলা। মূলত জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি এবং মালদহে অনুভূত হয় এ দিনের ভূমিকম্পের।
জানা গিয়েছে, আজ সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে কোচবিহার জেলার মাটি। প্রথমে হালকা একটা ঝাঁকুনি তার পর মৃদু কম্পন অনুভূত হয় জেলা জুড়েই। প্রায় একই সময়ে ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরবঙ্গের একাধিক জেলা। মালদহের মানুষজনও জানাচ্ছেন, বেশ কিছু ক্ষণ কম্পন অনুভব করেছেন তাঁরা।
সূত্রের খবর, মেঘালয়ের ভূমিকম্পের ফলে বঙ্গে এই কম্পন। রিখটার স্কেলে কম্পাঙ্ক ধরা পড়েছে ৫.২। এদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মেঘালয়ের উত্তর গারো পাহাড়ে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল মেঘালয়ের রেসুবেলপাড়ার আশপাশে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের কেন্দ্র ১০ কিলোমিটার নীচে।