প্রথম পাতা খবর ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.২

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.২

337 views
A+A-
Reset

ডেস্ক: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২। দেশের উত্তর পূর্ব দিকে জারি হয়েছে সুনামির সতর্কতা। এই প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নজরে রেখে ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে যেখানে ভূমিকম্প হয়েছে, ২০১১ সালের ভূমিকম্পে প্রবল ক্ষতিগ্রস্থ হয়েছিল ওই এলাকা।


এই ভূমিকম্পের ফলে শহরের একাধিক বাড়িতে ফাটল দেখা যায়। ভূ-পৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার বা ৩৭ মাইল গভীরে ছিল কম্পনের কেন্দ্র। জাপানের শহর ইশিনোমাকি থেকে ৩৪ কিলোমিটার দূরে শুরু হয় কম্পন। মিয়াগি উপকূলের কাছাকাছিই এই কেন্দ্রস্থল। অঞ্চলের পারমাণবিক কেন্দ্রগুলির অবস্থান পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে একইসঙ্গে জানা গিয়েছে জাপানের ভূমিকম্প প্রবণ এলাকাগুলির মধ্যে মিয়াগি অন্যতম। ২০১১ সালের ভূমিকম্পে এই উপকূলের বড় ক্ষতি হয়েছিল। এবারও এই উপকূলেই জারি হয়েছে সতর্ক বার্তা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.