সোমবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি ও সংলগ্ন এলাকা। সকাল ৫টা ৩৬ মিনিটে ভূকম্পন অনুভূত হয়, যার কেন্দ্রস্থল ছিল দিল্লির ধৌলাকুঁয়া। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র পাঁচ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।
হঠাৎ কম্পন শুরু হতেই আতঙ্কিত মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কম্পনের সময় তীব্র শব্দও শোনা গিয়েছিল। অনেকের মতে, গত ২৫ বছরে দিল্লিতে এমন ভূমিকম্প অনুভূত হয়নি।
দিল্লি ছাড়াও আগ্রা, হরিয়ানা-সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় এই কম্পন টের পাওয়া যায়। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগেও চলতি বছরে ১১ ও ২৩ জানুয়ারি দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছিল। তবে সোমবারের ভূমিকম্পের তীব্রতা তুলনামূলক বেশি ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।