আইএসএলে মুখোমুখি ইস্টবেঙ্গল-মহমেডান, কখন-কোথায় দেখবেন

কলকাতা: এই প্রথম বার ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) একে অপরের মুখোমুখি হতে চলেছে কলকাতার ঐতিহ্যবাহী দুই ক্লাব, ইস্টবেঙ্গল এফসি এবং মহমেডান স্পোর্টিং ক্লাব। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত মিনি ডার্বি। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে।

আইএসএল-এর ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে। অনলাইনে জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটেও দেখা যাবে এই ম্যাচ। স্মার্ট টিভি ব্যবহারকারীরা জিও সিনেমা অ্যাপের মাধ্যমে ম্যাচটি উপভোগ করতে পারবেন।

পয়েন্ট তালিকায় এই দুটো দলই যে একেবারে স্বস্তির জায়গায় নেই, তা বলাই বাহুল্য। এই প্রথম আইএসএল মরশুমে বাংলার তিন প্রধান ফুটবল স্তম্ভই অংশগ্রহণ করেছে। এরমধ্যে ১৩ পয়েন্ট নিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট দ্বিতীয় স্থানে থাকলেও, শেষ দুটো স্থানে যথাক্রমে রয়েছে মহমেডান স্পোর্টিং এবং ইস্টবেঙ্গল এসসি। 

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের