গুজরাতের সেতু দুর্ঘটনায় মৃত্যু পূর্ব বর্ধমানের বাসিন্দার

অমদাবাদ: গুজরাতের মোরবীতে সেতু দুর্ঘটনায় মৃত্যু রাজ্যের এক বাসিন্দার। রবিবার সন্ধ্যেয় মাচ্চু নদীর ওপর ঝুলন্ত সেতু ভেঙে ভয়াবহ বিপর্যয় ঘটে। এখনও পর্যন্ত প্রায় ১৪১ জনের মৃত্যুর খবর মিলেছে।

পূর্ব বর্ধমানের ওই তরুণ পূর্বস্থলীর বাসিন্দা। মৃত যুবকের নাম হাবিবুল শেখ। তিনি গুজরাতের মোরবীতে সোনার দোকানে কাজ করতেন। মৃতের পরিবার সূত্রে খবর, গতকাল তিনি বন্ধুদের সঙ্গে ঝুলন্ত সেতুতে বেড়াতে গিয়েছিলেন। সেতু ভেঙে তাঁরা জলে পড়েন। তিন বন্ধু গুরুতর আহত হলেও মৃত্যু হয় হাবিবুলের।

রাতে পূর্বস্থলীর বাড়িতে ভাইপোর দুর্ঘটনায় মৃত্যুর খবর জানান তাঁর কাকা। তিনিও গুজরাতেই রয়েছেন। পরিবার সূত্রে খবর, দেহ অমদাবাদ নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে বিমানে আনা হবে রাজ্যে।

রবিবার গভীর রাতে হাবিবুলের পূর্বস্থলীর বাড়িতে আসে তাঁর মৃত্যুর খবর। রাতে দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে।

আরও পড়ুন: গুজরাতে আচমকা ভাঙল ব্রিজ, মৃত অন্তত ১৪০

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক