সমবায় নির্বাচন ঘিরে দু’পক্ষের সংঘর্ষ, উত্তপ্ত তমলুক

তমলুকের খারুই গঠরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে তীব্র উত্তেজনা। তৃণমূল ও বাম-বিজেপি কর্মীদের মধ্যে বচসা বাঁধে। হাতাহাতি শুরু হয়। এলাকায় কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

রবিবার অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। এ দিন নির্বাচনকে কেন্দ্র করে নিমিষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূলের সঙ্গে অপর পক্ষের বচসা বাঁধে। দু’পক্ষের বিবাদে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া পদক্ষেপ করে পুলিশ।

ঘটনায় প্রকাশ, তৃণমূলের সঙ্গে সিপিএম-বিজেপি জোটের সংঘাতে তপ্ত হয়ে ওঠে এলাকা। ওই সমবায়ে মোট আসন ৪৩টি। সব আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল। ঘটনায় প্রকাশ, নন্দকুমার এবং মহিষাদলের মতো হাত ধরাধরি করে প্রার্থী দিয়েছে বাম-বিজেপি শিবিরও। যদিও বাম নেতৃত্ব স্পষ্ট জানিয়েছিলেন, কোনো ভাবেই তৃণমূল ঠেকাতে গেরুয়া সঙ্গ দেওয়া হয়নি।

বিজেপির অভিযোগ, সকালে ভোটাররা ভোট দিতে এলে ভোটারদের ভোটার স্লিপ কেড়ে নেয় শাসকদলের লোকজন। স্থানীয় গ্রাম প্রধানের উপস্থিতিতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে পদ্ম শিবিরের তরফে। এ নিয়ে প্রথম বচসা শুরু হয় দুই শিবিরের মধ্যে। পরে তা সংঘর্ষের আকার নেয়। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়।

এরই মধ্যে বিজেপির হুঁশিয়ারি, ‘‘এমন ঘটনা যদি না থামে, এলাকা শান্তিপূর্ণ না হলে পাল্টা দেখিয়ে দেব যে, আমরা কোনও অংশে কম নই।’’ অন্য দিকে, জোটের খবর সামনে আসার পর কড়া অবস্থান নিতে দেখা গিয়েছিল সিপিএমকে। সংগঠনের গঠনতন্ত্রের ১৯১৩ ধারা অনুযায়ী জোটে সামিল দলীয় সদস্যদের বহিষ্কার করা হবে বলে জানানো হয়।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে