শিয়ালদহ ডিভিশনে চালু হচ্ছে আরও দুটি এসি লোকাল, সময়সূচি কী? কোন লাইনে চলবে?

দুর্গাপুজোর আগে যাত্রীদের জন্য সুখবর দিল পূর্ব রেল। শিয়ালদহ-রানাঘাট শাখায় এসি লোকাল চালুর পর এবার শিয়ালদহ ডিভিশনের আরও দুটি রুটে নতুন এসি লোকাল চালু করা হচ্ছে। পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী, এবার থেকে যাত্রীরা রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ এবং শিয়ালদহ–কৃষ্ণনগর শাখাতেও এসি লোকালের সুবিধা পাবেন।

বর্তমানে রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত এক জোড়া এসি লোকাল চলছে। এবার আরও দুটি রুটে এই পরিষেবা শুরু হলে অফিসযাত্রী সহ সাধারণ যাত্রীদের ভ্রমণ আরও আরামদায়ক হবে বলে মনে করছে রেল।

নতুন এসি লোকালের সময়সূচি

রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ রুট

  • রানাঘাট থেকে ছাড়বে সকাল ৭টা ১১ মিনিটে, বনগাঁ পৌঁছোবে ৭টা ৫২ মিনিটে এবং শিয়ালদহ পৌঁছোবে ৯টা ৩৭ মিনিটে।
  • শিয়ালদহ থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে, বনগাঁ পৌঁছোবে রাত ৮টা ০৪ মিনিটে এবং গন্তব্য রানাঘাটে পৌঁছোবে রাত ৮টা ৪১ মিনিটে।

শিয়ালদহ–কৃষ্ণনগর রুট

  • শিয়ালদহ থেকে ছাড়বে সকাল ৯টা ৪৮ মিনিটে এবং কৃষ্ণনগর পৌঁছোবে দুপুর ১২টা ০৭ মিনিটে।
  • কৃষ্ণনগর থেকে ছাড়বে দুপুর ১টা ৩০ মিনিটে এবং শিয়ালদহ পৌঁছোবে বিকেল ৩টা ৪০ মিনিটে।

অতিরিক্ত লোকাল পরিষেবা

এর পাশাপাশি শিয়ালদহ ডিভিশনে আরও কয়েকটি লোকাল ট্রেন চালু হবে—

  • বিধাননগর–কল্যাণী শাখায় এক জোড়া লোকাল
  • কল্যাণী–শিয়ালদহ শাখায় এক জোড়া লোকাল
  • বারাসত–হাসনাবাদ শাখায় এক জোড়া লোকাল

পূর্ব রেলের এই নতুন ঘোষণা দুর্গাপুজোর আগে যাত্রীদের ভ্রমণ আরও সহজ এবং স্বস্তিদায়ক করবে বলে আশা করা হচ্ছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক