উৎসবের মরশুম শুরুর আগেই উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ। মালদহ টাউন স্টেশনে ইয়ার্ড পুনর্গঠনের কাজের কারণে পূর্ব রেলের তরফে আগামী ৩০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১১৩টি ট্রেন বাতিল করা হয়েছে।
রেলের তরফে জানানো হয়েছে, এই সময়ে ৪০টি এক্সপ্রেস এবং ৮টি প্যাসেঞ্জার মিলিয়ে আপ–ডাউন মিলিয়ে মোট ১১৩টি ট্রেন বন্ধ থাকবে। এর পাশাপাশি বহু গুরুত্বপূর্ণ ট্রেনের সময়সূচি পরিবর্তন হচ্ছে। কয়েকটি ট্রেন ঘুরিয়ে দেওয়া হবে, আবার কিছু ট্রেন মালদহ টাউনের পরিবর্তে রামপুরহাট পর্যন্ত চলবে।
যে সব গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল হচ্ছে:
- শতাব্দী এক্সপ্রেস
- তিস্তা-তোর্সা এক্সপ্রেস
- কুলিক এক্সপ্রেস
- হাটে বাজারে এক্সপ্রেস
- কাঞ্চনকন্যা এক্সপ্রেস
- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
- রাধিকাপুর এক্সপ্রেস
এছাড়া কামাখ্যা ও রাধিকাপুরগামী বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।
আজ, বৃহস্পতিবার ২৮ আগস্ট থেকেই ওই অংশে ইন্টারলকিং ও নন-ইন্টারলকিংয়ের কাজ শুরু হয়েছে। উৎসবের মরশুমে যাত্রীদের ভোগান্তি হলেও, রেল কর্তৃপক্ষের দাবি— পরিকাঠামোগত উন্নতির জন্যই এই সাময়িক অসুবিধা।
হাওড়া ও শিয়ালদহ থেকে উত্তরবঙ্গের উদ্দেশে যাওয়া বহু ট্রেনই এই সিদ্ধান্তের ফলে বন্ধ থাকছে। ফলে যাত্রীরা যে বড় সমস্যায় পড়বেন, তা আগাম অনুমান করা যাচ্ছে।