স্বাধীনতা দিবসের আগেই যাত্রা শুরু করতে চলেছে পূর্ব রেলের প্রথম এসি লোকাল ট্রেন। রবিবার উদ্বোধন, সোমবার থেকে নিয়মিত যাত্রা শুরু।
রেল জানিয়েছে, ট্রেনটি প্রতি দিন সকাল ৮:২৯-এ রানাঘাট থেকে ছেড়ে ১০:১০-এ পৌঁছবে শিয়ালদহ। সন্ধ্যায় ৬:৫০-এ শিয়ালদহ থেকে রওনা দিয়ে রাত ৮:৩২-এ ফিরবে রানাঘাটে। আপাতত একটি ট্রেন চলবে। পরে রেকের সংখ্যা বাড়ানোর ভাবনা রয়েছে।
স্টপেজ: রানাঘাট, চাকদহ, কল্যাণী, কাচরাপাড়া, নৈহাটি, বারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম, বিধাননগর এবং শিয়ালদহ।
ভাড়া:
- শিয়ালদহ–দমদম: ৩৫টাকা
- শিয়ালদহ–বারাকপুর: ৬০টাকা
- শিয়ালদহ–নৈহাটি: ৯০টাকা
- শিয়ালদহ–রানাঘাট: ১২০টাকা
মাসিক পাস:
- দমদম: ৬২০ টাকা
- বারাকপুর: ১২৭৫টাকা
- নৈহাটি: ১৮১০টাকা
- রানাঘাট: ২৪৩০টাকা
এক নজরে:
১১২৬টি সিট, ঘণ্টায় ১১০ কিমি গতিবেগ, স্টেইনলেস স্টিলের কোচ, মেট্রোর মতো এক কোচ থেকে অন্য কোচে যাতায়াতের সুবিধা। রয়েছে পর্যাপ্ত দাঁড়ানোর জায়গা ও লাগেজ রাখার রেক। প্রতিটি কোচে থাকবে চারটি দরজা।