Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
স্বাধীনতা দিবসের আগেই পূর্ব রেলের প্রথম এসি লোকালের যাত্রা শুরু, দেখে নিন ভাড়ার তালিকা - NewsOnly24

স্বাধীনতা দিবসের আগেই পূর্ব রেলের প্রথম এসি লোকালের যাত্রা শুরু, দেখে নিন ভাড়ার তালিকা

স্বাধীনতা দিবসের আগেই যাত্রা শুরু করতে চলেছে পূর্ব রেলের প্রথম এসি লোকাল ট্রেন। রবিবার উদ্বোধন, সোমবার থেকে নিয়মিত যাত্রা শুরু।

রেল জানিয়েছে, ট্রেনটি প্রতি দিন সকাল ৮:২৯-এ রানাঘাট থেকে ছেড়ে ১০:১০-এ পৌঁছবে শিয়ালদহ। সন্ধ্যায় ৬:৫০-এ শিয়ালদহ থেকে রওনা দিয়ে রাত ৮:৩২-এ ফিরবে রানাঘাটে। আপাতত একটি ট্রেন চলবে। পরে রেকের সংখ্যা বাড়ানোর ভাবনা রয়েছে।

স্টপেজ: রানাঘাট, চাকদহ, কল্যাণী, কাচরাপাড়া, নৈহাটি, বারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম, বিধাননগর এবং শিয়ালদহ।

ভাড়া:

  • শিয়ালদহ–দমদম: ৩৫টাকা
  • শিয়ালদহ–বারাকপুর: ৬০টাকা
  • শিয়ালদহ–নৈহাটি: ৯০টাকা
  • শিয়ালদহ–রানাঘাট: ১২০টাকা

মাসিক পাস:

  • দমদম: ৬২০ টাকা
  • বারাকপুর: ১২৭৫টাকা
  • নৈহাটি: ১৮১০টাকা
  • রানাঘাট: ২৪৩০টাকা

এক নজরে:
১১২৬টি সিট, ঘণ্টায় ১১০ কিমি গতিবেগ, স্টেইনলেস স্টিলের কোচ, মেট্রোর মতো এক কোচ থেকে অন্য কোচে যাতায়াতের সুবিধা। রয়েছে পর্যাপ্ত দাঁড়ানোর জায়গা ও লাগেজ রাখার রেক। প্রতিটি কোচে থাকবে চারটি দরজা।

Related posts

অসুস্থ টুটু বোসের এসআইআর শুনানি বাড়িতেই, পরিবারকে হাজিরার নির্দেশ—সমালোচনার মুখে কমিশনের সাফাই

বাঁকুড়ায় ফর্ম-৭ বোঝাই গাড়ি ঘিরে রহস্য, আটকাল তৃণমূলকর্মীরা, আটক ২ বিজেপি কর্মী

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজ্য অন্তর্বর্তী বাজেট, ২০২১-এর মতো মুখ্যমন্ত্রীই কি পেশ করবেন?