স্বাধীনতা দিবসের আগেই পূর্ব রেলের প্রথম এসি লোকালের যাত্রা শুরু, দেখে নিন ভাড়ার তালিকা

স্বাধীনতা দিবসের আগেই যাত্রা শুরু করতে চলেছে পূর্ব রেলের প্রথম এসি লোকাল ট্রেন। রবিবার উদ্বোধন, সোমবার থেকে নিয়মিত যাত্রা শুরু।

রেল জানিয়েছে, ট্রেনটি প্রতি দিন সকাল ৮:২৯-এ রানাঘাট থেকে ছেড়ে ১০:১০-এ পৌঁছবে শিয়ালদহ। সন্ধ্যায় ৬:৫০-এ শিয়ালদহ থেকে রওনা দিয়ে রাত ৮:৩২-এ ফিরবে রানাঘাটে। আপাতত একটি ট্রেন চলবে। পরে রেকের সংখ্যা বাড়ানোর ভাবনা রয়েছে।

স্টপেজ: রানাঘাট, চাকদহ, কল্যাণী, কাচরাপাড়া, নৈহাটি, বারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম, বিধাননগর এবং শিয়ালদহ।

ভাড়া:

  • শিয়ালদহ–দমদম: ৩৫টাকা
  • শিয়ালদহ–বারাকপুর: ৬০টাকা
  • শিয়ালদহ–নৈহাটি: ৯০টাকা
  • শিয়ালদহ–রানাঘাট: ১২০টাকা

মাসিক পাস:

  • দমদম: ৬২০ টাকা
  • বারাকপুর: ১২৭৫টাকা
  • নৈহাটি: ১৮১০টাকা
  • রানাঘাট: ২৪৩০টাকা

এক নজরে:
১১২৬টি সিট, ঘণ্টায় ১১০ কিমি গতিবেগ, স্টেইনলেস স্টিলের কোচ, মেট্রোর মতো এক কোচ থেকে অন্য কোচে যাতায়াতের সুবিধা। রয়েছে পর্যাপ্ত দাঁড়ানোর জায়গা ও লাগেজ রাখার রেক। প্রতিটি কোচে থাকবে চারটি দরজা।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?