বাংলায় ৬টি বিধানসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা কমিশনের

কলকাতা: নির্বাচন কমিশন বাংলার ছ’টি বিধানসভা আসনের উপনির্বাচনের দিন ঘোষণা করল মঙ্গলবার। আগামী ১৩ নভেম্বর ভোটগ্রহণ হবে সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালড্যাংড়া আসনে। ভোটের গণনা হবে ২৩ নভেম্বর।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই ছটি আসনের মধ্যে বিজেপি মাত্র একটি আসন জিতেছিল। এর মধ্যে মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা সাংসদ হওয়ায় ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়া, কোচবিহারের সিতাই আসন থেকে তৃণমূলের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া নির্বাচিত হয়েছেন। নৈহাটি আসনের বিধায়ক পার্থ ভৌমিক বর্তমানে ব্যারাকপুরের সাংসদ। মেদিনীপুর এবং তালড্যাংড়া আসনও শূন্য রয়েছে, কারণ জুন মালিয়া ও অরূপ চক্রবর্তী সাংসদ হয়েছেন।

উল্লেখ্য, এই উপনির্বাচনগুলোর ফলাফল রাজ্যের রাজনৈতিক পরিবেশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বিশেষ করে আরজি কর কাণ্ডের আবহে এই ভোটের ফলাফ উল্লেখযোগ্য দিক তুলে ধরতে পারে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন