Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
SIR নিয়ে প্রশ্নে চাপ বাড়ছে; পর্যবেক্ষণে ৩ আধিকারিক পাঠাচ্ছে কমিশন - NewsOnly24

SIR নিয়ে প্রশ্নে চাপ বাড়ছে; পর্যবেক্ষণে ৩ আধিকারিক পাঠাচ্ছে কমিশন

রাজ্যে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে বিতর্ক অব্যাহত। এই পরিস্থিতির মধ্যেই আরও কঠোর অবস্থান নিল জাতীয় নির্বাচন কমিশন। গোটা প্রক্রিয়া গভীরভাবে খতিয়ে দেখতে দিল্লি সদর দফতর থেকে তিনজন বিশেষ অফিসারকে পশ্চিমবঙ্গে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, প্রিন্সিপাল সেক্রেটারি বি.সি. পাত্র, সেক্রেটারি সৌমজিৎ ঘোষ ও আন্ডার সেক্রেটারি বৈভব আগরওয়ালকে সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী দফতরে (CEO Office) নিযুক্ত করা হচ্ছে। তাঁরা সিইও মনোজ আগরওয়ালের তত্ত্বাবধানে কাজ করবেন।

এই তিন কর্মকর্তা এতদিন দিল্লির নির্বাচন সদনে কাজ করতেন। এখন বাংলায় SIR প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁরা সিইও দফতরেই দায়িত্বে থাকবেন। আগামী ৪ ডিসেম্বর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। তার আগেই কমিশনের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

SIR ঘিরে ক্রমবর্ধমান বিতর্ক, BLO–দের ক্ষোভও বাড়ছে

রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই মাঠপর্যায়ের BLO–দের উপর অস্বাভাবিক কর্মচাপের অভিযোগ উঠছে। সাম্প্রতিক দিনে একাংশ BLO সিইও দফতরে গিয়ে বিক্ষোভ দেখান। অফিসের ভিতরেও কয়েকজন অবস্থান করেছিলেন। পরে সিইওর সঙ্গে বৈঠকের পর তাঁরা বিক্ষোভ স্থগিত করেন।
এই ঘটনাকে কেন্দ্র করেই কমিশন সিইও দফতরের নিরাপত্তা নিয়ে পুলিশের কাছে রিপোর্ট তলব করে। কমিশন জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে হবে। গত ২৪ নভেম্বরের ঘটনার রিপোর্ট হাতে পাওয়ার পরই তিন বিশেষ অফিসারকে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

Related posts

রাজ্যে ভোটার তালিকা ম্যাপিংয়ে মিলছে না ২৬ লক্ষ নাম, এসআইআর প্রক্রিয়ায় নতুন উদ্বেগ

বিদেশি পর্যটনে দেশে দ্বিতীয় বাংলা, পর্যটনের সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

SIR নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে সময়সীমা বাড়তে হবে, নির্বাচন কমিশনকে সতর্ক করল সুপ্রিম কোর্ট