Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তৎপর ইডি,তথ্য চেয়ে ই-মেল কলকাতা পুলিশকে - NewsOnly24

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তৎপর ইডি,তথ্য চেয়ে ই-মেল কলকাতা পুলিশকে

ডেস্ক: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তৎপর ইডি। জাল কতদূর ছড়িয়েছে? আর কারা কারা যুক্ত? আর্থিক লেনদেন কীভাবে হত? এবার এই ঘটনার তদন্তে এগিয়ে এল ইডি।সূত্রের খবর, কলকাতা পুলিশের কাছে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দায়ের হওয়া সমস্ত মামলার তথ্য চেয়ে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 


ইডি সূত্রে খবর, কোন কোন থানায়, ক’টি এফআইআর দায়ের হয়েছে? তদন্তে কী কী তথ্য মিলেছে? গতকাল কলকাতা পুলিশকে ই-মেল করে যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। ইডি সূত্রে খবর, তথ্য সংগ্রহ করে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে তারা আর্থিক প্রতারণার মামলা রুজু করবে। জানা গিয়েছে, আর্থিক তছরূপ আইনের আওতায় এফআইআর করে  তদন্ত করবে ইডি।


সোমবারই দেবাঞ্জন দেবের দুই সহযোগী কাঞ্চন ও শরৎ পাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, কাঞ্চন দেবাঞ্জনের দূর সম্পর্কের দাদা হন। তিনি অফিসের যাবতীয় জিনিসপত্রের দেখাশোনা করতেন। দেবাঞ্জন তদন্তকারীদের জানিয়েছেন, অফিসের কোনও কিছু কেনার হলে, কোনও টাকার প্রয়োজন হলে. বাড়তি টাকা আদায় করে নিতেন কাঞ্চন। অর্থাৎ ২’হাজার টাকা ব্যয় হলে, আদায় করতেন তার দ্বিগুণ টাকা!

আরও পড়ুন: অর্থনীতির চাকা ঘোরাতে ফের দরাজহস্ত কেন্দ্র, মিলবে স্বল্প সুদে ঋণ

দেবাঞ্জন যে ভুয়ো আইএএস, তা জানতেন কাঞ্চন! আর হয়তো সেই কারণেই কাঞ্চনের ওপর বিশেষ চাপ দিতে পারেননি ‘অ্যাটিটিউডওয়ালা’ দেবাঞ্জন। চুপচাপ বাড়তি টাকা দিয়ে যেতেন! কিন্তু সব ফাঁস হয়ে যাওয়ার পর তদন্তকারীদের কাছে নিজের আফসোসের কথা জানিয়েছেন দেবাঞ্জন। বলেছেন, ‘আমি তো নিজেই প্রতারিত। দাদাই প্রতারণা করতে আমার সঙ্গে।’


দেবাঞ্জন দেব একাই নন, এর আগে গ্রেফতার হওয়ায় তাঁর ৩ সঙ্গীর বিরুদ্ধেও রুজু হয়েছে খুনের চেষ্টার মামলা। কোভিশিল্ডের নামে অ্যামিকাসিন দেওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রে দাবি। সুস্থ মানুষকে এই অ্যান্টি বায়োটিক দিলে অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে।

Related posts

এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন