Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
৮ ঘণ্টা তল্লাশির পর আপ নেতা সঞ্জয় সিংকে গ্রেফতার করল ইডি - NewsOnly24

৮ ঘণ্টা তল্লাশির পর আপ নেতা সঞ্জয় সিংকে গ্রেফতার করল ইডি

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টি সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করল ইডি। বুধবার সকালে আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তার পরই তাঁকে গ্রেফতার করা হল।

এর আগে একই মামলায় আপের আরও ২ জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিল্লির উপপ্রধানমন্ত্রী মনীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়। তার পর আপ নেতা সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার গ্রেফাতর করা হল সঞ্জয় সিংকে।

এই গ্রেফতারির তীব্র নিন্দা করেছ আপ। দিল্লির মন্ত্রী তথা আপ নেতা অতিশি মারলেনা বলেন,’আগে থেকে পরিকল্পনা করে গ্রেফতার করা হয়েছে। ইডি আধিকারিক তাঁর বাড়ি আট ঘণ্টা ধরে বসে রইলেন তার পর তাঁকে গ্রেফতার করা হল।’

এই গ্রেফতারির তীব্র নিন্দা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, লোকসভা এগিয়ে ভোট আসতেই কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে বিরোধীদের গ্রেফতার করা হচ্ছে।

Related posts

প্ররোচনায় পা দেবেন না, শান্তি বজায় রাখুন, বেলডাঙার অশান্তি নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

মুকুল রায়ের বিধায়কপদ খারিজে অন্তর্বর্তী স্থগিতাদেশ, হাই কোর্টের রায়ে আপাত বিরতি সুপ্রিম কোর্টের

বাংলাদেশি সন্দেহে ঝাড়খণ্ডে বাংলার শ্রমিক খুনের অভিযোগ, বেলডাঙায় রেল-সড়ক অবরোধ