কলকাতা: বৃহস্পতির সকাল থেকে শহরের একাধিক জায়গায় ইডি তল্লাশি। এ দিন কেষ্টপুরেও অভিযান চালায় ইডি। রবিন যাদব নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে মোটা টাকা উদ্ধার করা হয়েছে।
এ দিন কেষ্টপুরের রবীন্দ্রপল্লীতে হানা দিয়েছিল ইডি-র একটি দল। রবীন্দ্রপল্লীর এএফ ১৮৯/১ নম্বর বাড়িতে হানা দেন ইডি তদন্তকারীরা। ওই বাড়িতেই ভাড়ায় থাকতেন রবিন যাদব নামে এক ব্যক্তি। তাঁর সন্ধানে ইডি আধিকারিকেরা যায় ওই ঠিকানায়। দিনভর সেখানে তল্লাশি চালানোর পর তাঁরা বেরিয়ে যান।
ইডি সূত্রে জানা গিয়েছে, তল্লাশি চালানোর পর ওই বাড়ি থেকে ২ কোটি টাকা উদ্ধার হয়েছে।
ইডি সূত্রে খবর, রবিনের নাম বিহারের সাইবার প্রতারণার একটি মামলায় উঠে এসেছে। তাঁর খোঁজেই সেখানে গিয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু রবিনের কোনও খোঁজ পাওয়া যায়নি। রবীনের বাড়িওয়ালা জানিয়েছেন, বন্ধুদের নিয়ে তিনি ওই বাড়িতে ভাড়া থাকতেন।