প্রথম পাতা খবর ডাক্তারিতে ভর্তির এনআরআই কোটায় কোটি কোটি টাকার খেল, ইডির ম্যারাথন তল্লাশি

ডাক্তারিতে ভর্তির এনআরআই কোটায় কোটি কোটি টাকার খেল, ইডির ম্যারাথন তল্লাশি

75 views
A+A-
Reset

কলকাতা: বেসরকারি মেডিক্যাল কলেজের ভর্তির পদ্ধতিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজ্যজুড়ে তোলপাড়। এনআরআই ও ম্যানেজমেন্ট কোটায় মেডিক্যাল সিট বিক্রির নামে কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার ভোর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় একযোগে অভিযান চালায় ইডি।

ইডি সূত্রে জানা গেছে, যাদবপুর, সল্টলেক, দুর্গাপুর, হলদিয়া, বজবজ সহ রাজ্যের আটটি বেসরকারি মেডিক্যাল কলেজে অভিযান চালানো হয়েছে। কলেজগুলির কর্ণধার, তাঁদের ঘনিষ্ঠ সহযোগী ও উচ্চপদস্থ কর্মীদের বাড়ি এবং অফিস মিলিয়ে ২৮টি জায়গায় তল্লাশি চালানো হয়।

তদন্তে উঠে এসেছে, এনআরআই কোটায় থাকা আসনগুলির জন্য কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। এছাড়া, ভর্তির ক্ষেত্রে জাল নথি ব্যবহারের অভিযোগও সামনে এসেছে। ইডির হাতে রয়েছে এমন বেশ কিছু নথি, যা দুর্নীতির স্পষ্ট প্রমাণ বলে মনে করা হচ্ছে।

শুরুতে ২২ জনকে জিজ্ঞাসাবাদ করা হলেও, তদন্তের পরিধি ক্রমশ বেড়ে ৫০০ জনে পৌঁছেছে। এই তালিকায় রয়েছেন মেডিক্যাল কলেজের উচ্চপদস্থ কর্মী থেকে শুরু করে নীচু তলার কর্মী পর্যন্ত। অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিকভাবে স্বাস্থ্যখাতের দুর্নীতি ও বেআইনি লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

ইডির এক আধিকারিকের কথায়, “মেডিক্যাল কলেজগুলির ভর্তি প্রক্রিয়ায় বড়সড় অনিয়ম ধরা পড়েছে। কোটি কোটি টাকার লেনদেনের পাশাপাশি জালিয়াতির মাধ্যমেও ভর্তির ঘটনা ঘটেছে। আমরা সমস্ত প্রমাণ সংগ্রহ করছি। এই চক্রের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।”

স্বাস্থ্যখাতে দুর্নীতির এই ঘটনা নতুন কিছু নয়। তবে এনআরআই কোটায় সিট বিক্রির নামে এভাবে কোটি কোটি টাকার লেনদেন, সাধারণ মানুষের কাছে উদ্বেগের কারণ। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, এ বিষয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.