ইডি-র হাতে গ্রেফতার বেসরকারি অর্থলগ্নি সংস্থার ডিরেক্টর বাবা-ছেলে

কলকাতা: চিটফান্ড মামলায় এবার বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রয়াগ গোষ্ঠীর ডিরেক্টর বাসুদেব বাগচী এবং তাঁর ছেলে অভীক বাগচীকে গ্রেফতার করেছে ইডি। মঙ্গলবার নিউ আলিপুরের ফ্ল্যাট থেকে বাসুদেব বাগচীকে এবং মুম্বই থেকে অভীককে গ্রেফতার করা হয়।

ইডি-র দাবি, প্রয়াগ গোষ্ঠী বেআইনি স্কিমের মাধ্যমে বাজার থেকে ২,৮০০ কোটি টাকা তুলেছে, যার মধ্যে ১,৯০০ কোটি টাকা এখনও আমানতকারীদের ফেরত দেওয়া হয়নি। ১৯৯৭ সালে দিল্লি থেকে শুরু হওয়া এই সংস্থার বিরুদ্ধে সাধারণ মানুষকে বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে টাকা সংগ্রহের অভিযোগ রয়েছে।

২০১৭ সালেও সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিলেন বাসুদেব এবং অভীক বাগচী। ওডিশার একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল। সেই সময় জামিনে মুক্ত ছিলেন তাঁরা। কিন্তু এই নতুন তদন্তে উঠে এসেছে আরও তথ্য, যা তাঁদের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগকে শক্তিশালী করেছে।

আজ আদালতে হাজির করা হবে তাঁদের। ইডি-র তদন্ত চলছে, এবং প্রভাবশালী ব্যক্তিদের যোগসূত্র খোঁজার চেষ্টা করছে সংস্থাটি। এতে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা ফিরিয়ে দেওয়ার দাবিতে নতুন করে চাপ তৈরি হতে পারে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক