নিয়োগ দুর্নীতিতে সায়নী ঘোষকে ইডি-র তলব

কলকাতা: যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে তলব করল ইডি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই তলব। শুক্রবার তাঁকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতর হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, সায়নীকে মঙ্গলবার ইডির তরফে নোটিস পাঠানো হয়। তবে এখনও পর্যন্ত সায়নী ঘোষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। দলীয় সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের প্রচারে ব্যস্ত রয়েছেন যুবনেত্রী।

ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের সম্পত্তির সূত্র ধরে নাম এসেছে তৃণমূল যুব নেত্রীর। সম্পত্তি কেনা বেচার সূত্রে আর্থিক লেনদেনের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। সেই সঙ্গে নথিও চাওয়া হয়েছে অভিনেত্রীর কাছে। শুধু তাই নয়, গোয়েন্দাদের হাতে কুন্তল-সায়নীর বেশ কিছু চ্যাটও রয়েছে বলে খবর।

প্রসঙ্গত, কুন্তল ঘোষ এই মামলায় গ্রেফতার হওয়ার পর উঠে আসে সায়নী ঘোষের নাম। কারণ সায়নীর সঙ্গে কুন্তলের নানা ছবি প্রকাশ্যে চলে আসে। তাতে ধরে নেওয়া হয় তাঁরা একে অন্যকে চিনতেন। ঘটনায় প্রকাশ, কুন্তল অনেকের নাম বললেও কখনও সায়নীর নাম বলেননি। সায়নীও এমন কোনো দাবি করেননি।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে