পুরনো কয়লা পাচার মামলা ঘিরে আইপ্যাক কর্ণধারের বাড়ি ও অফিসে তল্লাশি এবং সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে যাওয়া ও ফাইল নিয়ে আসার ঘটনায় নতুন মোড়। এ বার গোটা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মামলায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা, ডিসি প্রিয়ব্রত রায়-সহ খোদ মুখ্যমন্ত্রীকেও যুক্ত করা হয়েছে বলে সূত্রের খবর।
ঘটনার সূত্রপাত গত ৮ জানুয়ারি। ওই দিন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস-এর রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাক-এর দপ্তর ও সংস্থার কর্ণধার প্রতীক জৈন-এর বাড়িতে তল্লাশি চালায় ইডি। খবর পেয়ে সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি কিছু ফাইল সঙ্গে নিয়ে বেরিয়ে আসেন, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, ওইসব নথি তৃণমূল কংগ্রেসের দলীয় কাগজপত্র, যার মধ্যে নির্বাচনী রণকৌশল সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফাইল রয়েছে। ইডি সেগুলি ‘ছিনতাই’ করার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন তিনি। ইডির পাল্টা অভিযোগ, তদন্তে বাধা দেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই কেন্দ্রীয় সংস্থা এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। বিষয়টি নিয়ে রাজ্য-রাজনীতিতে সংঘাত আরও তীব্র হতে চলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।