Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
স্কুল পড়ুয়াদের আধার কার্ড করতে বুধবার থেকে জেলায় জেলায় শিবির - NewsOnly24

স্কুল পড়ুয়াদের আধার কার্ড করতে বুধবার থেকে জেলায় জেলায় শিবির

17-6-16Visakhapatnam:Girl students of Queens Mary Primary Government School in all smiles after receving free books at a programme organised by VPT as part of CSR activity in Visakhaparnam on Friday.Express Photo by R V K Rao.

কলকাতা: স্কুল পড়ুয়ার আধার কার্ড তৈরি করতে রাজ্য সরকারের নয়া উদ্যোগ। মঙ্গলবার শিক্ষা দফতর এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছে, বুধবার (২০ সেপ্টেম্বর) থেকে ছাত্র-ছাত্রীদের আধার কার্ড তৈরির কাজ শুরু হবে।

বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থ সরাসরি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠায় রাজ্য সরকার। ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পেতে গেলে আধার কার্ড থাকা বাধ্যতামূলক। তাই শিক্ষা দফতর থেকে সম্প্রতি এক সমীক্ষা চালায় কতজন পড়ুয়ার আধার কার্ড রয়েছে তা নিয়ে। দেখা যায় রাজ্যের নয় লক্ষ ছাত্রছাত্রী আধার কার্ড নেই। আধার কার্ড নেই এমন সব পড়ুয়ার আধার কার্ড তৈরি করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।

মঙ্গলবার শিক্ষা দফতর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে আগামী ২০ সেপ্টেম্বর থেকে পড়ুয়াদের আধার কার্ড তৈরির শিবির শুরু হবে। প্রতিটি ব্লকে কম করে দু’জায়গায় আধার কার্ড তৈরির শিবির হবে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত আধার কার্ড তৈরি করা হবে ওই শিবিরে।

বুধবার অর্থাৎ কাল থেকে শুরু হচ্ছে এই শিবির। যে সব জায়গায় আয়োজন করা সম্ভব হবে না, সেখানে যত দ্রুত সম্ভব শিবিরের কাজ শুরু করতে হবে। শুধু সরকারি স্কুল নয়, বেসরকারি স্কুলের পড়ুয়ারাও ওই সব শিবিরে আধার কার্ড তৈরি করতে পারবে।

Related posts

‘মনে হচ্ছে, নিজের কাউকে হারালাম’ পিডিএস নেতা সমীর পুততুণ্ডর মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মা উড়ালপুলে অ্যাপ ভিত্তিক শাটল বাসে নিষেধাজ্ঞা, যানজট কমাতে লালবাজারের সিদ্ধান্ত

শীতের দৌড়ে শ্রীনিকেতনকে ছাপাল কল্যাণী, আর কতদিন জাঁকিয়ে শীত?