Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু কবে, বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী - NewsOnly24

কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু কবে, বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর এক মাস কেটে গেলেও রাজ্যের কলেজে স্নাতকে ভর্তির প্রক্রিয়া শুরু না হওয়ায় উঠছিল প্রশ্ন। মঙ্গলবার বিধানসভায় সেই প্রসঙ্গ ওঠে। গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক জানতে চান, কবে থেকে কলেজে ভর্তি শুরু হবে।

জবাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, “আমাদের দিক থেকে কোনও দেরি হয়নি। গত বছর ১৯ জুন অনলাইন পোর্টাল চালু হয়েছিল। এবছরও ১৯ জুনের মধ্যেই তা চালু হওয়ার আশা করছি।”

তিনি আরও জানান, ইউজিসির গাইডলাইন মেনেই নির্দিষ্ট শিক্ষাবর্ষ অনুযায়ী ভর্তি হবে। শিক্ষাবর্ষ এখনও শুরু হয়নি। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতার কারণে কিছুটা দেরি হলেও রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে সেই সমস্যা অনেকটাই মিটেছে।

শিক্ষামন্ত্রীর এই বক্তব্যে কিছুটা স্বস্তি পেয়েছেন পড়ুয়া ও অভিভাবকরা। সবকিছু ঠিকঠাক চললে আগামী ১৯ জুনের মধ্যেই কলেজে ভর্তির অনলাইন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related posts

খেজুর গুড় থেকে কি ছড়াতে পারে নিপা ভাইরাস? কী বলছেন চিকিৎসকরা

মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে জনস্রোত, ৮৫ লক্ষ পুণ্যার্থী স্নানে, আকর্ষণ কিন্নর সাধুরা

আইপ্যাক কাণ্ডে তৃণমূলের মামলা নিষ্পত্তি, ইডির মামলা স্থগিত কলকাতা হাইকোর্টে