শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষা সচিব মণীশ জৈনের বিদেশ সফর বাতিল

ব্রাত্য বসু। ফাইল ছবি

শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের একের পর এক নির্দেশে অস্বস্তি বাড়ছে রাজ্য সরকারের। এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে ইতিমধ্যে সিবিআইয়ের জিজ্ঞসাবাদের মুখোমুখি হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এমনকি শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়েকে চাকরী থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসির ডেটা রুমের পাহারায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষা সচিব মণীশ জৈনের বিদেশ সফর বাতিল হল। লণ্ডনে একটি শিক্ষা সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল তাঁদের। ব্রিটিশ সরকারের সঙ্গে মউ স্বাক্ষর ও আলোচনার জন্য আজই লন্ডনে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষে বাতিল হল বিদেশ সফর।

সূত্র মারফত জানা গিয়েছে, লণ্ডনে ব্রিটিশ সরকারের উদ্যোগে শিক্ষা সংক্রান্ত একটি সম্মেলন আয়োজিত হতে চলেছে। সেই সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তাঁর সঙ্গে ওই সম্মেলনে যোগ দিতে যাওয়ার কথা ছিল রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈনের। আগামী ২৩ এবং ২৪ মে লণ্ডনে ওই সম্মেলন আয়োজিত হচ্ছে। সেখানে শিক্ষা খাতে বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা ছিল। সেই সভায় যোগদানের উদ্দেশে প্রস্তুতিও ছিল শিক্ষা দফতরে। কিন্তু শেষ মুহূর্তে এসে সেই সফর বাতিল করলেন শিক্ষামন্ত্রী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সম্প্রতি এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষা দফতরের অস্বস্তির জেরে এই সফর বাতিল করা হয়েছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন