ফুঁসছে রেমাল! জারি লাল সতর্কতা, বাদ পড়ছে না উত্তরের বিভিন্ন জেলাও

কলকাতা: রবিবার সকাল থেকেই বৃষ্টি, দমকা হাওয়া। বেলা গড়ানোর সঙ্গেই গতি বাড়ছে বাতাসের। রেমাল আসছে। রবিবার মধ্যরাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংলগ্ন উপকূলে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার এবং মঙ্গলবার লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞানমন্ত্রক সূত্রের খবর,এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সীমান্তবর্তী উপকূল এলাকায় রবিবার মধ্যরাতে ১০০ কিলোমিটারের বেশি গতিবেগে আছড়ে পড়তে চলেছে। বাংলায় লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। কলকাতা-সহ ৬ জেলায় আজ লাল সতর্কতা জারি হয়েছে।

পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় রেমালের প্রত্যক্ষ প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। ইতিমধ্যেই রেমাল নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। ভোর থেকেই সুন্দরবন থেকে শুরু করে কলকাতা, দুই ২৪ পরগণা-সহ একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। বেলা বাড়তেই দুর্যোগ বাড়বে। উত্তরবঙ্গেও বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্বাবনা আছে। পাহাড়ের নদীগুলি ফুঁসে উঠতে পারে। হড়পা বান আসতে পারে এই আশংকায় আবহাওয়া দফতর থেকে দার্জিলিং এবং কালিম্পং ছাড়াও উত্তরের বিভিন্ন জেলাগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই হাওড়া, শিয়ালদহ শাখায় বাতিল হয়েছে গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেন। শনিবারই বিজ্ঞপ্তি দিয়েছে পূর্ব রেল। এবার একাধিক ট্রেন বাতিল হয়ে গেল দক্ষিণ-পূর্ব রেলেও। দিঘা, পুরীগামী অনেক ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি। বন্ধ কলকাতা বিমান বন্দরও। বাগডোগরা থেকেও সমস্ত বিমান বাতিল করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে গঙ্গায় ফেরি চলাচল। সব ঘাটেই প্রশাসনের পক্ষ থেকে ফেরি চলাচলের বন্ধের নোটিস দেওয়া হয়েছে।

Related posts

কালীপুজোয় বিশেষ মেট্রো পরিষেবা, রাতে বাড়ছে শেষ ট্রেনের সময়

সাত বছর পর প্রশাসনে প্রত্যাবর্তন, এনকেডিএ-র চেয়ারম্যান পদে শোভন চট্টোপাধ্যায়, সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়

কালীপুজো ও দীপাবলিতে বাজি পোড়ানোর সময় বেঁধে দিল লালবাজার, নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা