এগরা বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগ গ্রেফতার

কলকাতা: এগরায় ভয়াবহ বিস্ফোরণকাণ্ডের দু’দিন পরে খোঁজ মিলল মূল অভিযুক্ত কৃষ্ণপদ বাগ ওরফে ভানু, তাঁর ছেলে ও ভাইপোর।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ এগরা ১ ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রামের এগরার বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। অভিযোগ, সেই কারখানার মালিক ভানু ওরফে কৃষ্ণপদ বাগ ঘটনার পরেই পালিয়ে যান।

ভানুর খোঁজে ওড়িশা এবং সংলগ্ন এলাকায় হাসপাতাল থেকে শুরু করে ছোটখাটো স্বাস্থ্য কেন্দ্র, সর্বত্র তল্লাশি চালাচতে থাকে পুলিশ। আহত অবস্থায় কাউকে দেখা গেছে কি না জানতে, ভানুর ছবিও দেখানো হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান ছিল, রীতিমতো পেশাদারি কায়দায় সপরিবারে গা ঢাকা দিয়েছেন ভানু বাগ। ধরা পড়ার আশঙ্কায় ঘটনাস্থলেই বন্ধ করে দেন মোবাইল ফোন। ফলে বাজিগর ভানুর হদিশ পেতে পুলিশকে হিমশিম খেতে হয়।

ঘটনায় প্রকাশ, সিআইডি ওড়িশার কটকের একটি হাসপাতালের খোঁজ পেয়েছে। যেখানে চিকিৎসারত অবস্থায় রয়েছেন ভানু। বিস্ফোরণের জেরে ভানুর শরীরের প্রায় ৭০ শতাংশের বেশি পুড়ে গিয়েছে। সেখান থেকেই ধরা হয়েছে তাঁদের। সঙ্গে গ্রেফতার করা হয়েছে ভানুর ছেলে পৃথ্বীজিৎ এবং ভাইপো ইন্দ্রজিৎ-কে।

প্রসঙ্গত, ভানুর বাজি কারখানায় বিস্ফোরণের সময় সেখানে কাজ করতে করতেই প্রাণ হারান ৯ শ্রমিক। যাঁদের অধিকাংশই মহিলা।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক