নয়াদিল্লি: শনিবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কাছে সিমথান-কোকেরনাগ রোড বরাবর একটি গাড়ি খাদে পড়ে যাওয়ায় কমপক্ষে দুই শিশুসহ আটজন প্রাণ হারিয়েছেন।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, টাটা সুমো গাড়িটি মাদওয়াহ কিশতওয়ার থেকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে এবং চালক নিয়ন্ত্রণ হারান বলে জানা গেছে।
এ দিকে কিছু স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মর্মান্তিক দুর্ঘটনায় মৃতরা একই পরিবারের সদস্য। এই দুর্ঘটনায় ৫ জন শিশু মারা গেছে।
#WATCH | Jammu and Kashmir: People of the same family met with a car accident in the Daksum area of Anantnag district. Further details awaited. pic.twitter.com/zDoU7eJqXv