75
কলকাতা: ১৩৩তম ডুরান্ড কাপের প্রথম ম্যাচে জয় পেল মোহনবাগান সুপার জায়েন্ট। যুবভারতীতে ডাউনটাউন হিরোজকে ১-০ গোলে হারাল সবুজ-মেরুন।
এ দিনের ম্যাচে রিজার্ভ দল নিয়েই মাঠে নেমেছিলেন কোচ বাস্তব রায়। বিরতিতে ম্যাচের ফল ছিল গোলশূন্য। খেলার শুরু থেকে গোলের বহু সুযোগ মিস হয় সবুজ-মেরুনের। খেলার ৭৩ মিনিটে আশিস রাইয়ের পাস থেকে গোল করেন সুহেল।
উল্লেখযোগ্য ভাবে, গোটা ম্যাচে পরিশ্রম করার ফসল পেয়ে গেলেন সুহেল। তাঁর গোলেই মোহনবাগান দিবসের দুইদিন আগে সম্মানরক্ষা করল সবুজ-মেরুন। তবে একটা বিষয় স্পষ্ট, মোহনবাগানের এই দলে সমঝোতার অভাব রয়েছে, সেটি প্রতিপদে বোঝা গিয়েছে।
প্রসঙ্গত, ২৪টি দল নিয়ে শুরু হল এ বারের ডুরান্ড কাপ। মোট ৮৩টি ম্যাচ খেলা হবে। কলকাতা-সহ চারটে শহরে এ বার ডুরান্ড কাপ আয়োজিত হচ্ছে।