প্রথম পাতা খবর ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স ডায়রেক্টরস্ অ্যাসোসিয়েশনের সাংবাদিক সম্মেলন

ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স ডায়রেক্টরস্ অ্যাসোসিয়েশনের সাংবাদিক সম্মেলন

490 views
A+A-
Reset

ইমন কল্যাণ সেন : ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স ডায়রেক্টরস্ অ্যাসোসিয়েশন , বাংলা ছবির পরিচালকদের কল্যাণে কাজ করতে সব সময় অঙ্গীকারবদ্ধ বলে সংস্থার সহ সভাপতি স্বপন সাহা জানিয়েছেন । বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন ।

সংস্থার নব নির্বাচিত কর্ম সমিতি , ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস্ এ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া ( FCTWIE ) র সভাপতি স্থরূপ বিশ্বাসের নেতৃত্বে এক ছাতার তলায় সুষ্ঠুভাবে কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন ।

আরও পড়ুন : জাতীয়তা বিরোধী শক্তির বিরুদ্ধে বিবেকানন্দ ফাউন্ডেশন


উল্লেখ্য , ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স ডায়রেক্টরস্ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক বিমল দে কে অনৈতিক কার্যকলাপের জন্য বহিষ্কার করা হয় । পরে ২২ জানুয়ারি ২০২১ র
বার্ষিক সাধারণ সভায় নতুন কর্ম সমিতি নির্বাচিত হয় ।


কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন , ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স ডায়রেক্টরস্ অ্যাসোসিয়েশনের সভাপতি রাজা মিত্র , সহ সভাপতি অনুপ সেনগুপ্ত , সাধারণ সম্পাদক শঙ্কর রায় , কোষাধ্যক্ষ শুভম দাস প্রমুখ ।

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.