প্রথম পাতা খবর মহারাষ্ট্র বিধানসভার আস্থা ভোটে জয়ী একনাথ শিণ্ডে-বিজেপি শিবির

মহারাষ্ট্র বিধানসভার আস্থা ভোটে জয়ী একনাথ শিণ্ডে-বিজেপি শিবির

332 views
A+A-
Reset

মহারাষ্ট্র বিধানসভার আস্থা ভোটে জয়ী একনাথ শিণ্ডে-বিজেপি শিবির। রবিবার স্পিকার নির্বাচনেও উদ্ধব শিবিরের জোটকে হারিয়েছিল বিজেপি শিণ্ডে শিবির। একইভাবে সোমবারের আস্থাভোটেও জোটকে পরাস্ত করল তারা। জয় নিয়ে গোড়া থেকেই আত্মবিশ্বাসী ছিলেন দেবেন্দ্র ফড়ণবীশ। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে শিণ্ডে সরকারের প্রয়োজন ছিল ১৪৪টি ভোট৷ তার থেকেও আরও বেশি ভোট পড়ে শিণ্ডে শিবিরে৷ গণনার পর দেখা যায় সরকারের পক্ষে পড়ে ১৬৪টি ভোট৷ বিপক্ষ শিবির পায় ৯৯টি ভোট৷ বিধানসভার তিন সদস্য ভোটদান থেকে বিরত ছিলেন৷ বিপুল ভোটের ব্যবধানে জয়ের পর বিধায়কদের ধন্যবাদ জানান উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস৷

সরকার গঠনের পর দেবেন্দ্র ফড়ণবীশ বলেন, ‘রাজনীতিতে ভিন্নমত শোনার অভ্যাস প্রত্যেকের থাকা উচিত৷ নিজের মত প্রকাশের জন্য অতীতে আমরা দেখেছি অনেককে জেলে যেতে হয়েছে৷ সরকারের বিরুদ্ধে কেউ কথা বললে তা আমাদের শুনতে হবে৷ সমালোচনার জবাব আমরা ঠিক মতো দেব৷’

এদিন আস্থা ভোটের শুরু থেকেই পাল্লা ভারী ছিল শিণ্ডে শিবিরের। বিদ্রোহী সেনা বিধায়কদের সমর্থনের পাশাপাশি বিজেপি বিধায়কদের সবার সমর্থন নিয়ে মহারাষ্ট্রে নতুন সরকারের ভীত আজ পাকা হল।

আরও পড়ুন :

হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা, খাদে বাস পড়ে মৃত কমপক্ষে ১৬

সত্যজিৎ রায়,ঋত্বিক ঘটক,মৃণাল সেন, তপন সিংহের থেকে স্বতন্ত্র ঘারানা তৈরি করেছিলেন তরুণ মজুমদার

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.