আলমারি খুলতেই বেরল ৩ দিন ধরে নিখোঁজ বৃদ্ধার দেহ, চাঞ্চল্য চুঁচুড়ায়

হুগলি: তিনদিন ধরে নিখোঁজ ছিলেন বৃদ্ধা। শনিবার ঘরের ভিতরের আলমারির পাল্লা খুলতেই উদ্ধার হল তাঁর দেহ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য় ছড়াল হুগলির চুঁচুড়ায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় ও পরিবার সূত্রে খবর, মৃতার নাম ভারতী ধাড়া (৬২)। পেশায় গৃহ পরিচারিকা। চুঁচুড়ার শ্যামবাবু ঘাটের কাছে একটি টিনের চালায় স্বামী কাশীনাথ ধাড়ার সঙ্গে থাকতেন তিনি। এক ছেলে বিশ্বনাথ ধাড়া ক্যাটারিংয়ের ব্যবসা করেন। তিনি বাড়িতে থাকতেন না। তবে তাঁর ব্যবসার জিনিসপত্র থাকত শ্যামবাবুর ঘাটের বাড়ির একটা আলমারিতে।

স্থানীয়রা জানান, ভারতীয় স্বামী কর্মহীন। মদের নেশায় চুর থাকতেন দিনভর। নেশার জন্য বারবার স্ত্রীর কাছ থেকে টাকা চাইতেন তিনি। এ নিয়ে দু’জনের মধ্য়ে চরম অশান্তি হতো। পাশাপাশি, ছেলে ও বউমার অভিযোগ, গত কদিন ধরেই বৃদ্ধ দম্পতির মধ্যে ঝগড়া হচ্ছিল। তার জেরেই এই কাণ্ড ঘটে থাকতে পারে।

সূত্রের খবর, তদন্ত শুরু করে জিজ্ঞাসাবাদের জন্য মৃতার ছেলে ও স্বামীকে নিয়ে গিয়েছে পুলিশ। তবে তাঁদের বক্তব্য, ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন