শীতলকুচির প্ররোচনামূলক বক্তব্যের জেরে রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন

ডেস্ক: শীতলকুচির প্ররোচনামূলক বক্তব্যের জেরে রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। শীতলকুচির ঘটনার পর রাহুল সিনহা বলেছিলেন, সেদিন কেন্দ্রীয় বাহিনী ঠিক কাজ করেছেন। চারজন নয়, সেদিন আট জনকে মারা উচিত ছিল। এই নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।  নিষেধাজ্ঞা জারি থাকবে আগামী ৪৮ ঘণ্টা।


কমিশনের তরফে এই ঘটনার তীব্র নিন্দা করে বলা হয়েছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা অনভিপ্রেত, কমিশনের নিয়ম লঙ্ঘনকারী, তাই তাঁকে নোটিশ না দিয়ে জরুরি ভিত্তিতে তাঁর প্রচার বন্ধ রাখছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: ধর্নামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, এখনো মেলেনি সেনার অনুমতি

রাহুল সিন্হার ভোটের প্রচারে   ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা  জারি করল নির্বাচন কমিশন।আজ ১২ টা থেকে ১৫ এপ্রিল বেলা ১২ টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।‘কেন্দ্রীয় বাহিনীকে উস্কানি’ ও প্ররোচণামূলক মন্তব্যের কারণেই রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন