রবিবার ভোটগণনা হচ্ছে না মিজোরামে, কী কারণে তারিখ পিছোল কমিশন

৩ ডিসেম্বর (রবিবার) ভোটগণনা হচ্ছে না মিজোরামে। শুক্রবার মিজোরাম বিধানসভা নির্বাচনের ভোটগণনার তারিখ সংশোধন করে ৪ ডিসেম্বর করেছে নির্বাচন কমিশন।

এ দিন এক বিবৃতিতে নির্বাচন কমিশন বলেছে, “বিভিন্ন মহল থেকে এ ব্যাপারে অনুরোধ এসেছে কমিশনের কাছে। ৩ ডিসেম্বর (রবিবার) না করে সপ্তাহের অন্য কোনো দিনে গণনার তারিখ পরিবর্তন করার অনুরোধ জানানো হয়েছে। সেসব অনুরোধের ভিত্তিতেই ভোটগণনার তারিখ সংশোধন করা হয়েছে। রবিবার মিজোরামের জনগণের কাছে একটি বিশেষ তাৎপর্য দিন”।

মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান এবং তেলঙ্গনার সঙ্গেই মিজোরামেও ভোট গণনার নির্ধারিত তারিখ ছিল ৩ ডিসেম্বর, রবিবার। কিন্তু খ্রিস্ট-ধর্মাবলম্বীদের কাছে রবিবার একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এই সম্প্রদায়ের লোকেরা রবিবারকে পবিত্র দিন হিসাবে মনে করেন। প্রতিটি গির্জায় বিশেষ প্রার্থনা হয় এই দিনে। সেদিকে তাকিয়েই প্রধান রাজনৈতিক দল, নাগরিক সংগঠন এবং অন্যরা গণনার তারিখ পরিবর্তন করার জন্য কমিশনের কাছে অনুরোধ জানিয়েছিল।

কমিশন জানিয়েছে, সেই অনুরোধ মেনেই ভোট গণনার দিন একদিন পিছিয়ে ৪ ডিসেম্বর (সোমবার) করা হল।

প্রসঙ্গত, ৪০ আসনের মিজোরাম বিধানসভার ভোটগ্রহণ হয়েছিল গত ৭ নভেম্বর। প্রায় ৮ লক্ষ ৫৭ ভোটারের মধ্যে ৮০ শতাংশেরও বেশি পড়েছিল। এ বারের নির্বাচনে ১৭৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে। শুক্রবার পাঁচ রাজ্যের ভোট মি‌টতেই প্রকাশ্যে এসেছে বুথফেরত সমীক্ষার ফল। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামের ৪০ আসনের মধ্যে আরও ভাল ফল করতে পারে জেডপিএম। কিছু সমীক্ষা অনুযায়ী বিধানসভা সেখানে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক