চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে গেল, তারিখ নিয়ে রাজনৈতিক চাপানউতোর

কলকাতা: পিছিয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ। প্রাথমিক ভাবে ৫ জানুয়ারি নির্ধারিত হয়েছিল। তবে, একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ জানুয়ারি চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ-সহ ১৩টি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২২ জানুয়ারি।

২০২৪ সালের লোকসভা নির্বাচন নতুন এই ভোটার তালিকার উপর ভিত্তি করে পরিচালিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করার জন্যই আরও সময় লাগছে। নতুন ভোটারদের আবেদনের ভিত্তিতে সংযোজন হতে পারে। ১২ জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তি নিষ্পত্তি করা যাবে।

এ দিকে, ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। আর ওই একই দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ স্থির করেছে নির্বাচন কমিশন। ফলে বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক