কলকাতা: মারা গেলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুনন্দ সান্যাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। দুপুর একটা নাগাদ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাধর্ক্যজনিত অসুস্থতার কারণে চার-পাঁচ দিনে আগে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেইখানেই তিনি মারা যান।
১৯৩৪ সালে বাংলাদেশের পাবনাতে তাঁর জন্ম হয়। দেশভাগের সময় তিনি ভারতে চলে আসেন। এ দেশেই তাঁর পড়াশুনা।
নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ
সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ ছিলেন তিনি। কামদুনি থেকে সারদা বিভিন্ন বিষয়ে তিনি সক্রিয় ছিলেন। বাম জমানার শেষের দিকে সরকারের বিরুদ্ধে নানা প্রতিবাদী আন্দোলনে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন তিনি। পরে সরকার বদল হলে তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধেও মুখ খোলেন।
তাঁর প্রয়াণে শোকস্তব্ধ শিক্ষাবিদ থেকে বিশিষ্ট ব্যক্তিরা। মঙ্গলবারই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় নিমতলা মহাশ্মশানে।