সীমান্ত সুরক্ষায় জোর, বিএসএফ-কে জমি দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের

কলকাতা: সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)-কে জমি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, জলপাইগুড়ির বিন্নাগুড়িতে ০.০৫ একর এবং মালদহের নারায়ণপুরে ১৯.৭৩ একর জমি বিএসএফকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেই নদিয়ার করিমপুরে ০.৯ একর জমি বিএসএফ-কে দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পরিস্থিতি, সীমান্তে বেআইনি অনুপ্রবেশ, ভুয়ো পাসপোর্ট চক্র এবং রাজ্যে ধৃত জঙ্গিদের প্রেক্ষিতে রাজ্যের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিএসএফ সীমান্তের সুরক্ষার জন্য রাজ্যের কাছে বেশ কিছু এলাকায় জমির আবেদন করেছিল, যার পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকার এই ছাড়পত্র দিল।

উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী পরিস্থিতি খতিয়ে দেখার পরই জমি বরাদ্দের সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে জানা গেছে। এখন দেখার, বিএসএফ এই জমি কীভাবে কাজে লাগিয়ে সীমান্ত নিরাপত্তাকে আরও মজবুত করে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক