রাজ্যে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশ্ন ফাঁস, গ্রেফতার বিহারের ২ পড়ুয়া

কলকাতা : এ বার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২ জনকে গ্রেফতার করল বারুইপুর পুলিশ জেলার নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতরা দুজনেই বিহারের বাসিন্দা।

উৎকর্ষ রাজ ও প্রতীক রঞ্জন নামে গ্রেফতার দুই ছাত্র। গড়িয়ার এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে সেমিস্টার পরীক্ষার প্রশ্ন সোশাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার অভিযোগ। ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেন।

তদন্তে নেমে শনিবার দুজনকে গ্রেফতার করা হয়। দুজনের ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের রবিবার নরেন্দ্রপুর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়।

ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও কারা যুক্ত আছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক