বৃষ্টিতে থমকাল ম্যাচ, জয়ের দোরগোড়ায় ইংল্যান্ড, ভারতের চাই ৪ উইকেট

চতুর্থ দিনে হ্যারি ব্রুক ও জো রুটের শতরানের দাপটে এগিয়ে যাচ্ছিল ইংল্যান্ড। ব্রুক আউট হলেন ১১১ রানে, আকাশদীপের বলে। রুটকে (১০৫) ফিরিয়ে দিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। পরে জেকব বেথেলও (৫) আউট হয়ে যান প্রসিদ্ধের বলে। ভারতের জয়ের জন্য দরকার তখন আর মাত্র ৪ উইকেট, ইংল্যান্ডের প্রয়োজন মাত্র ৩৫ রান। ঠিক তখনই খেলা থামিয়ে দিল বৃষ্টি।

প্রথম ইনিংসে ভারতের রান ছিল ২২৪, জবাবে ইংল্যান্ড তোলে ২৪৭। ২৩ রানে পিছিয়ে থেকেও ভারত ইংল্যান্ডের সামনে ছুড়ে দেয় ৩৭৪ রানের কঠিন লক্ষ্য। ওভালে এতদিনের রেকর্ড ছিল ২৬৩ রান তাড়া করে জয়ের। সেটাকে ছাপিয়ে গেল ইংল্যান্ড—তাও আবার ক্রিস ওকসকে ছাড়াই ব্যাট করতে নেমে।

দিনের শুরুতে মেঘলা আকাশে বল দারুণভাবে সুইং করাতে থাকেন আকাশদীপ, প্রসিদ্ধ এবং মহম্মদ সিরাজ। বুমরাহর অনুপস্থিতিও চোখে পড়েনি। প্রসিদ্ধ ফেরান ডাকেটকে (৫৪), সিরাজ ফেরান পোপকে (২৭)। সেখান থেকে পালটা চাপে ফেলেন ব্রুক ও রুট। একবার ব্রুক আউটই হয়ে গিয়েছিলেন, সিরাজ ক্যাচও ধরেছিলেন, কিন্তু ভারসাম্য রাখতে না পেরে পা বাউন্ডারিতে পড়ে যায়—আউটের বদলে ছয়!

শেষে ব্রুক-রুটকে ফেরানোর পর আশার আলো দেখাচ্ছিল ভারত। কিন্তু ঠিক সেই সময় ম্যাচে হস্তক্ষেপ করল বৃষ্টি। এখন সবাই তাকিয়ে পঞ্চম দিনের দিকে—শেষ দিনে কি বৃষ্টি পিছু ছাড়বে? ভারত কি পারবে ৪ উইকেট তুলে নিয়ে সিরিজে সমতা ফেরাতে? সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক