বৃষ্টির দেখা মিললেও তীব্র গরম থেকে এখনই মিলছে না রেহাই

দহন থেকে বাঁচতে। ছবি: রাজীব বসু

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার ও সোমবার উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বইতে পারে ঘণ্টায় ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। তবে গরম থেকে এখনই মিলছে না রেহাই।

বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। কলকাতার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রির কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়তে পারে।

এদিকে উত্তরবঙ্গে রবিবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে হতে পারে ৭-১১ সেমি বৃষ্টি। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি, সঙ্গে কিছু এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে