ডেস্ক: আগামী ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে চলবে বৃষ্টিপাত। বৃষ্টি থেকে এখনই রেহাই নেই উত্তরবঙ্গবাসীর। আগামী সপ্তাহে ফের ভারী বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের জেলাগুলি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুক্রবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বিহারের ওপরে ভ্রুকূটি দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্তের। যার ফলে সংলগ্ন বেশকিছু রাজ্যে বর্ষণের পরিমাণ বাড়তে পারে। যার ফলে ভ্যাপসা গরমের হাত থেকে বাংলার বেশ কয়েকটি জেলা রক্ষা পেতে পারে।
আজ কলকাতার আকাশ মেঘলা থাকবে। আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের আশংকা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস৷ বাকি জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ত্রিপুরার হেভিওয়েট বিজেপির নেতার চিঠি মমতাকে!
আজ উত্তরবঙ্গের পাঁচ জেলা তথা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। ২০০ মিলিমিটার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে। মালদহ ও দুই দিনাজপুরে রয়েছে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।