‘দিদি অসম ও ত্রিপুরায় যতই আসবেন, তাতে আমাদেরই লাভ হবে’: হিমন্ত বিশ্ব শর্মা

ডেস্ক: রাজ্যে বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করে তৃতীয়বারের মতো গদিতে বসার পরই রাজ্যের সীমানা পার করে জাতীয় রাজনীতিকেই পাখির চোখ বানিয়েছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা ও অসম দখলের মাধ্যমেই সেই কাজ এগোতে চাইছে ঘাসফুল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের রাজ্যে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে হিমন্ত বলেছেন, তিনি অসম ও ত্রিপুরায় যতই আসবেন, তাতে আমাদেরই লাভ হবে। 

রাজ্যে এসেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলিগুড়িতে গিয়ে অসমের প্রাক্তন বিধায়ক অলোক ঘোষের বাড়িতেও যান তিনি। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হিমন্ত জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি অসমে আসেন, তবে লাল কার্পেট বিছিয়ে তাঁকে স্বাগত জানাবেন।

আরও পড়ুন: আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে: রাজনাথ


তিনি বলেন, “মমতা দিদি যদি অসমে আসেন, তবে আমি লাল কার্পেট বিছিয়ে তাঁকে স্বাগত জানাব, কারণ উনি এলে কংগ্রেস ও ইউডিএফের ভোটই ভাগ হবে, যাতে আখেরে লাভ বিজেপির হবে। অসমের এক-দুটি জেলাতেই কিছুটা সক্রিয় হয়েছে তৃণমূল। তাই ওদের নিয়ে কোনও বিপদের আশঙ্কা নেই।” 


অন্যদিকে, তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, বিরোধী ভোট নয়, বিজেপির ভোট কেটেই অসম জয় করবে তৃণমূল।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে