মঙ্গলবার ভোটগণনা, স্ট্রংরুমে কড়া নিরাপত্তা

কলকাতা: শনিবার শেষ হয়েছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। আগামী মঙ্গলবার ভোটগণনা। রাজ্যের ৪২টি লোকসভা আসনে ভোট-গণনার জন্য মোট ৫৫টি কাউন্টিং সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। এই ভোটে প্রায় ৭ কোটি ৬০ লক্ষ ১০ হাজার ৬ ভোটার অংশ নিয়েছেন।

কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জন্য সর্বাধিক ভোট-গণনা সেন্টার রয়েছে, যেখানে মোট ৭টি কাউন্টিং সেন্টারে ভোট গণনা হবে। এ ছাড়াও ৪টি সেন্টার রয়েছে ডায়মন্ড হারবারে, ৩টি সেন্টার দার্জিলিঙে, ২টি সেন্টারে রায়গঞ্জে এবং অন্যান্য জায়গায় একটি করে কাউন্টিং সেন্টার রয়েছে।

ভোট গণনার সময়ে নিরাপত্তা বজায় রাখার জন্য বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্ট্রং রুমে ইভিএম, ব্যালট বক্সগুলি রাখা হয়েছে এবং রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। স্ট্রং রুমে ২৪ ঘণ্টা চলছে নজরদারি, এবং রাতেই স্ট্রং রুমে পৌঁছে গিয়েছে শেষ দফা ভোটের ইভিএম।

বলে রাখা ভালো, অন্য বারের মতো এ বারেও প্রথমে পোস্টাল ভোট গণনা হবে, যেখানে ৩ লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট জমা পড়েছে। পোস্টাল ব্যালট গণনার শেষে ইভিএমে ভোট গণনা হবে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক