Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারকে জলের দরে ১ বিএইচকে ফ্ল্যাট, নিউটাউনে ‘নিজন্ন–সুজন্ন’ প্রকল্পে বড় ঘোষণা রাজ্যের - NewsOnly24

আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারকে জলের দরে ১ বিএইচকে ফ্ল্যাট, নিউটাউনে ‘নিজন্ন–সুজন্ন’ প্রকল্পে বড় ঘোষণা রাজ্যের

আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির জন্য স্বপ্নের ছাদ নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়–এর উদ্যোগে নিউটাউনে ইকোনমিক্যালি উইকার সেকশন (ইডব্লুএস) পরিবারের জন্য মাত্র ৬ লক্ষ টাকায় ১ বিএইচকে ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৯৮ বর্গফুটের এই ফ্ল্যাট পেতে পারিবারিক মাসিক আয় ২৫ হাজার টাকার কম হলেই আবেদন করা যাবে।

চলতি বছরের জুলাই মাসে নিউটাউনে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য ‘নিজন্ন’ এবং ‘সুজন্ন’ আবাসন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ইডব্লুএস শ্রেণির জন্য ‘নিজন্ন’ এবং লোয়ার ইনকাম গ্রুপ (এলআইজি)-এর জন্য ‘সুজন্ন’—এই দুই প্রকল্পই তৈরি করেছে হিডকো। ফ্ল্যাটের দাম নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ছিল।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই আবেদন সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি প্রকাশ করা হবে। ‘নিজন্ন’ প্রকল্পে মোট ৪৯০টি ফ্ল্যাট রয়েছে। আবেদন করার সময় জমা দিতে হবে ৬০ হাজার টাকা। অন্যদিকে, ‘সুজন্ন’ প্রকল্পে ৬১৭.৬৩ বর্গফুটের ২ বিএইচকে ফ্ল্যাটের দাম নির্ধারিত হয়েছে মাত্র ৩২ লক্ষ টাকা। এলআইজি শ্রেণিতে আবেদনের জন্য পারিবারিক মাসিক আয় হতে হবে ২৫ হাজার ১ টাকা থেকে ৬৫ হাজার টাকার মধ্যে। ‘সুজন্ন’-তে মোট ৭২০টি ফ্ল্যাট রয়েছে।

অর্থাৎ, দুটি বহুতল মিলিয়ে মোট ১,২১০টি ফ্ল্যাট অত্যন্ত কম দামে বিক্রি করতে চলেছে রাজ্য সরকার। সাধারণ মানুষের মাথার উপর স্থায়ী ছাদ সুনিশ্চিত করতেই এই প্রকল্পে রাজ্য কয়েক কোটি টাকা ভরতুকি দিচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। আবেদন করা যাবে নিউটাউন–এর হিডকোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে। চূড়ান্ত বাছাই হবে লটারির মাধ্যমে।

এদিকে, প্রশাসনিক মহলের দাবি, রাজ্যের গ্রামীণ এলাকার প্রায় ১১ লক্ষ প্রান্তিক মানুষের জন্য বাড়ি তৈরির অনুমোদন থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার কোনও অর্থ বরাদ্দ করেনি। সেই বঞ্চনার প্রতিবাদে রাজ্যের নিজস্ব কোষাগার থেকে ইতিমধ্যেই ১২ লক্ষ পরিবারকে বাড়ি তৈরির অনুদান দেওয়া হয়েছে। আগামী জানুয়ারির গোড়ায় আরও ১৬ লক্ষ পরিবারকে প্রথম কিস্তি হিসেবে ৬০ হাজার টাকা করে দেওয়ার প্রস্তুতিও চলছে।

এই সব প্রকল্পের পাশাপাশি, শহরাঞ্চলে নিম্ন আয়ের মানুষের জন্য অত্যন্ত কম টাকায় ফ্ল্যাটের ব্যবস্থা করে রাজ্যের আবাসন নীতিতে নতুন দিশা দেখাচ্ছে নবান্ন—এমনটাই মত প্রশাসনিক মহলের।

Related posts

শুধু কলকাতায় কেন? আইপ্যাক অভিযানে ‘তথ্য চুরি’র অভিযোগ, ইডিকে নিশানা অভিষেকের

আইপ্যাক অভিযান নিয়ে মুখ খুললেন সিপি

এসআইআর শুনানি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কমিশনকে পঞ্চম চিঠি