দুর্নীতি মামলায় গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। তাঁর পুত্র নারা লোকেশকেও আটক করা হয়েছে বলে সূত্রের খবর। স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতিতে অভিযুক্ত চন্দ্রবাবু। দীর্ঘ দিন ধরেই টানাপোড়েন চলছিল সেই নিয়ে। শেষ মেশ শনিবার ভোরবেলা তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশের সিআইডি।
জানা গিয়েছে, ইতিমধ্যে ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে চন্দ্রবাবুর। তেলুগু দেশম পার্টির প্রধানকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ থানা থেকে জামিন পাওয়ারও কোনো সম্ভাবনা নেই আপাতত। তাঁর গ্রেফতারিতে ক্রমশ রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে দক্ষিণ ভারতের ওই রাজ্যে।
পূর্ব গোদাবরী জেলায় তাঁর ছেলে নারা লোকেশকেও আটক করেছে অন্ধ্র পুলিশ। ২০২১ সালে এই দুর্নীতির মামলায় চন্দ্রবাবুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।
তেলুগু দেশম পার্টি তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয় যে, শনিবার ভোরে গ্রেফতার করা হয় চন্দ্রবাবুকে। আরকে ফাংশন হলে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন দলের কর্মী-সমর্থকরাও। সেই সময় ভোররাত ৩টে নাগাদ পুলিশ কার্যতই তাঁদের ঘেরাও করা হয় বলে অভিযোগ। নান্দিয়াল রেঞ্জের ডিআইজি রঘুরামি রেড্ডির নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী এবং সিআইডি-র আধিকারিকরা কার্যতই চন্দ্রবাবু নায়ডুকে তুলে নিয়ে যান বলে অভিযোগ।