আরজি করের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সঙ্গে ধৃত টালা থানার প্রাক্তন ওসি

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় বড় পদক্ষেপ নিল সিবিআই। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এর আগেই দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআই-এর হাতে ধরা পড়েছিলেন সন্দীপ। এবার ধর্ষণ ও খুনের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

সন্দীপ ঘোষের সঙ্গে গ্রেফতার হয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুযায়ী, আরজি করের চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এফআইআর দায়ের করতে দেরি করা এবং তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন তিনি। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, অভিজিৎ মণ্ডল গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ গোপন রাখতে ভূমিকা রেখেছিলেন, যা মামলার অগ্রগতিতে প্রভাব ফেলতে পারে।

এই গ্রেফতারের ফলে আরজি করের চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন মোড় এল। আদালতের নির্দেশে বর্তমানে এই মামলার তদন্ত করছে সিবিআই, এবং তাদেরই উদ্যোগে এই দুই উচ্চপদস্থ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে কী নতুন তথ্য উঠে আসে, সেদিকে নজর রেখেছে গোটা রাজ্য।

প্রসঙ্গত, আগেই চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এক সিভিক ভলান্টিয়ার। তিনি এখন সিবিআই হেফাজতে রয়েছে। অর্থাৎ, সংশ্লিষ্ট মামলায় গ্রেফতারির সংখ্যা দাঁড়াল তিন। প্রাক্তন অধ্যক্ষের গ্রেফতারির খবর পৌঁছতেই সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসা চিকিৎসকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন